ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গত ৫২ বছরে বঙ্গবন্ধুর মতো স্মার্ট লিডার হয়নি: নৌ-প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
গত ৫২ বছরে বঙ্গবন্ধুর মতো স্মার্ট লিডার হয়নি: নৌ-প্রতিমন্ত্রী

ঢাকা: বঙ্গবন্ধু একজন স্মার্ট লিডার ছিলেন। তার ২৩ বছরের গণতান্ত্রিক ও স্বাধীনতা আন্দোলন এবং সাড়ে তিন বছরের রাষ্ট্র পরিচালনায় কোনো জায়গায় বুল নেই।

গত ৫২ বছরে তার মতো স্মার্ট লিডার হয়নি।

শুক্রবার (১৭ মার্চ) মতিঝিলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে এক আলোচনায় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ‘স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বঙ্গবন্ধুর জন্মদিন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে নৌ-পরিবহন মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী।

খালিদ বলেন, বঙ্গবন্ধু ছাড়া গত ১০৩ বছরে বাংলাদেশ সৃষ্টি করার কোনো নেতা আমরা পাইনি। সে সময় অনেকেই ছিলেন; অনেকেই প্রয়াত হয়েছেন। কিন্তু বঙ্গবন্ধুর চিন্তা-ভাবনা ও দর্শন আমাদের পাথেয়। তিনি সব সময় বাংলার মানুষের জন্য কথা বলেছেন।

বঙ্গবন্ধুকে অনেক মানুষ কাছ থেকে দেখেনি, অনেকে তার ছবিও দেখেনি। অথচ, তার দেশ প্রেমের জন্য অনেকে জীবন দিয়েছেন। বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। তিনি রাষ্ট্র পরিচালনায়ও সর্বশ্রেষ্ঠ। স্মার্ট বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর জন্মদিনকে কাজে লাগাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর দর্শন, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে সঠিকভাবে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ করতে চাচ্ছেন। আমরা শপথ নেই বঙ্গবন্ধুর দর্শন, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। এক্ষেত্রে নৌপরিবহন মন্ত্রণালয় সহযাত্রীর ভূমিকায় থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, অনেকে বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরের রাষ্ট্র পরিচালনাকে সমালোচনা করে- তার হত্যাকে জাস্টিফাই করতে। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেনি; দেশকে হত্যা করেছে।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম‍্যান মো.আলমগীর, নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মো. নিজামুল হক ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম‍্যান কমোডোর আরিফ আহমেদ মোস্তফা।

বিআইডব্লিউটিএ’র সদস্য (প্রকৌশল) ড. এ কে এম মতিউর রহমান সভায় মূল-প্রবন্ধ উপস্থাপন করেন।

এর আগে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বিআইডব্লিউটিএ কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ও পরে জন্মদিনের কেক কাটেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
এসকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।