ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

বগুড়া: বগুড়ার আদমদীঘিতে ট্রেনের নিচে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে বেলাল হোসেন (৪০) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন।

বুধবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের পৌঁওতা রেলগেট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন নওগাঁ জেলার ভবানীপুর মোল্লাপাড়া এলাকার নছের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৯ মার্চ) সকালে বেলাল হোসেন সান্তাহার পৌর শহরের পৌঁওতা রেলগেট ব্রিজ এলাকা দিয়ে যাচ্ছিলেন। রেললাইন পার হওয়ার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। এ সময় শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে সান্তহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
কেইউএ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।