ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সদরপুরে আগুনে পুড়ল ৯ বসতঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
সদরপুরে আগুনে পুড়ল ৯ বসতঘর

ফরিদপুর: ফরিদপুরের সদরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি পরিবারের নয়টি ঘর পুড়ে গেছে।  

বুধবার (১২ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের চরচাঁদপুর বাজারকান্দি গ্রামে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

এ সময় ওই গ্রামের শেখ মাওলা, শেখ কাউছার, শেখ মোস্তফা ও শেখ রহমানের বাড়ির চারটি বসতঘর, গোয়ালঘর ও রান্না ঘরসহ নয়টি ঘর পুড়ে যায়। স্থানীয়রা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন লাগার কারণ কেউ জানাতে পারেনি।  

ভাষানচর ইউপি চেয়ারম্যান শেখ গোলাম কাউসার বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা কেউ বলতে পারছে না। আগুনে ক্ষতিগ্রস্তরা এখন খোলা আকাশের নিচে রয়েছেন। ক্ষতিগ্রস্তদের সাধ্যমতো সাহায্য করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।