ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সদরপুরে ৩ হাজার ইয়াবাসহ কারবারি আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মে ৪, ২০২৩
সদরপুরে ৩ হাজার ইয়াবাসহ কারবারি আটক 

ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলায় ৩ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মহসিন মাতুব্বর (৪২) নামে এক মাদককারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  

বৃহস্পতিবার (৪ মে) সকাল ১১টার দিকে উপজেলার ঢেউখালীর বাবুরচর খালাসিডাঙ্গী এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক মহসিন একই গ্রামের খালেক মাতুব্বরের ছেলে।  

জানা গেছে, গোপন তথ্যে ভিত্তিতে খালাসিডাঙ্গী এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় একটি বসতঘর থেকে ৩ হাজার ইয়াবাসহ মাদককারবারি মহসিনকে আটক করা হয়।  

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) সেরাজুল ইসলাম বাদী হয়ে আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদরপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন। বিকেলে তাকে আদালতে হাজির হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

মাদককারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মে ০৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।