ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৩, জুন ২০, ২০২৩
ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জের সুন্দরপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে জিসান হোসেন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২০ জুন) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

 

জিসান হোসেন যশোর সদর উপজেলার বানিয়াড়ী গ্রামের প্রবাসী বাবু হোসেনের ছেলে।  

স্থানীয়রা জানায়, কয়েক দিন আগে মায়ের সঙ্গে নানা বাড়ি কালীগঞ্জের সুন্দরপুর গ্রামে বেড়াতে আসে জিসান। মঙ্গলবার সকালে ৩ জন মিলে একটি পুকুরে গোসল করতে নামলে জিসান পানিতে ডুবে যায়। তারপর সঙ্গে থাকা দুইজন পরিবারের লোকজনদের খবর দেয়।  

পরে তারা পুকুর থেকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান হোসেন জানান, হাসপাতালে আনার আগেই জিসানের মৃত্যু হয়ে।  

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।