ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেলকুচিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁত শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
বেলকুচিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁত শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছিয়া খাতুন (৩৮) নামে এক নারী তাঁত শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ জুলাই) দুপুরের দিকে উপজেলার ধুকুরিয়া বেড়া দক্ষিণপাড়া আবদীন মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত আছিয়া উপজেলার দৌলতপুর গ্রামের এরশাদ আলীর স্ত্রী।  

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ধুকুরিয়া বেড়া গ্রামের আবদীন মোল্লার বাড়িতে তাঁত কারখানার নলি তোলার মেশিনে কাজ করতেন আছিয়া। রোববার কাজ করার সময় মেশিনের বৈদ্যুতিক লাইনে সুইচ দিতে গেলে বিদ্যুৎপৃষ্ট হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।