ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে তোরণ নির্মাণের সময় বাঁশ পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
মাদারীপুরে তোরণ নির্মাণের সময় বাঁশ পড়ে শ্রমিকের মৃত্যু

মাদারীপুর: মাদারীপুরে তোরণ নির্মাণের সময় বাঁশ পড়ে শাহাবুদ্দিন ব্যাপারী (৭৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুমারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহাবুদ্দিন ব্যাপারী সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বোয়ালিয়া এলাকার আহমেদ বেপারীর ছেলে।

জানা গেছে, আগামী ১৫ আগস্ট উপলক্ষ্যে জেলা যুবলীগের সহ-সম্পাদক সুমন তালুকদার কুমারটেক এলাকায় চারজন শ্রমিক দিয়ে একটি তোরণ নির্মাণ করাচ্ছেন। তোরণটির উচ্চতা কম হওয়ার ওই সড়ক দিয়ে একটি কাভার্ডভ্যান যাওয়ার সময় এতে ধাক্কা লাগে। এ সময় তোরণের একটি বাঁশ খুলে গিয়ে নিচে থাকা শ্রমিক শাহাবুদ্দিন বেপারীর মাথায় পড়ে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক শাহাবুদ্দিনকে মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরি জানান, তোরণের সঙ্গে কাভার্ডভ্যানের ধাক্কা লাগলে বাঁশ খুলে গিয়ে নিচে থাকা শ্রমিক শাহাবুদ্দিনের মাথায় পড়ায় তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে। নিহত ওই শ্রমিকের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।