ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় অপহৃত নারী গাজীপুর থেকে উদ্ধার, আটক এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
নওগাঁয় অপহৃত নারী গাজীপুর থেকে উদ্ধার, আটক এক

নওগাঁ: নওগাঁ থেকে অপহৃত হওয়া মৌসুমী আক্তার (২৮) নামে এক নারীকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।  

এ ঘটনায় নুরনবী (৩২) নামে একজনকে আটক করা হয়েছে।

 

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে র‍্যাব। মৌসুমী আক্তার নওগাঁর ধামইরহাট উপজেলার পোড়ানগর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী।

র‍্যাব থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ অক্টোবর বেলা ১১টার দিকে চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পথে মৌসুমীকে অপহরণ করে আসামি। এরপর মৌসুমীর স্বামী বাদী হয়ে ধামইরহাট থানায় মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায়, সিপিসি-৩ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল অভিযান শুরু করে। এরপর গত ৪ ডিসেম্বর গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেকে ভিকটিম মৌসুমী আক্তারকে উদ্ধার করে র‍্যাব সদস্যরা। এ ঘটনায় অপহরণকারী নুর নবীকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।