ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২ মাস পর কমলাপুর থেকে উদ্ধার মুস্তাকিম, ফিরল মায়ের কোলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
২ মাস পর কমলাপুর থেকে উদ্ধার মুস্তাকিম, ফিরল মায়ের কোলে

ফরিদপুর: বিচিত্র এ মানব জগত, বিচিত্র তার বন্ধন। বাবা-মা, ভাই-বোন কারও প্রতি নেই তার কোনো মায়ার বন্ধন, কোনো কিছুই তাকে আকর্ষণ করে না, অভ্যাস না-কি, এটা কোনো মনোরোগ -এটাই যেন প্রশ্নে ঘুরপাক খেতে হয় যে কারও।

 

এমনই এক শিশুর সন্ধান পাওয়া গেছে ফরিদপুরের সালথায়। যার নাম মুস্তাকিম (১১)। আর এ শিশুটি সালথার কলাগাছিয়া গ্রামের বাবুল হোসেনের ছেলে বলে জানা গেছে।  

সালথা থানা পুলিশ জানান, ইতোপূর্বে বাড়ি থেকে দুইবার পালিয়েছিল মুস্তাকিম। পরিবার হন্যে হয়ে খুঁজেছে তাকে। পরে সাত-আটদিন পর ফিরেও পেয়েছিল মুস্তাকিমকে। কিন্তু ফের আবার পালানোর পর না পাওয়ার যন্ত্রণাটা মা-বোনকে পোহাতে হয়েছে দীর্ঘ দুই মাস। এমনকি মনের কষ্টে পুলিশের কাছেও বিষয়টি জানাননি তারা। তবে ফেসবুকে নিখোঁজ ও সন্ধান চেয়ে একটা পোস্ট করেছিল তার পরিবার।  

সালথা থানা পুলিশের কাছে ওই পোস্ট দৃষ্টিগোচর হয়। পরে সালথা থানা পুলিশ স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি অব্যাহত রাখে। এক পর্যায়ে মোস্তাকিমের অবস্থান শনাক্ত হয় ঢাকার কমলাপুর রেলস্টেশনে। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে সেখান থেকে মুস্তাকিমকে উদ্ধার করা হয়। রোববার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বাংলানিউজকে বলেন, মুস্তাকিমকে উদ্ধারের পর কথাবার্তার এক পর্যায়ে আবিষ্কৃত হয় পরিবারের, বাবা-মা, ভাই-বোন কারও প্রতি তার কোনো মায়া-মমতা কিংবা ভালোবাসার আকর্ষণ নেই তার। নেই লেখাপড়ার প্রতিও ভালোবাসা। সে কোনো বন্ধু-বান্ধবের প্রতিও আকৃষ্ট নয়। শুধু অপলক দৃষ্টিতে চুপচাপ থাকতে পছন্দ করে। নিজ ঘরকে সে কখনোই আপন বলে মনে করে না, তাই যখন-যেখানে মনে চায় চলে যাচ্ছে সে।  

ওসি জানান, বাবা-মায়ের প্রতি সহমর্মিতা উপলব্ধি করে সালথা থানা পুলিশ মোস্তাকিমকে উদ্ধারের পর তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। শিশুটির বাবা-মা ও পরিবারের প্রতি আকর্ষণ না থাকা সত্যিই বিস্ময়কর মনে হচ্ছে আমাদের।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।