ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মই পড়ে হকার নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মই পড়ে হকার নিহত প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মগবাজার এলাকায় নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি লোহার তৈরি মই পড়ে মতিউর রহমান মতি মিয়া নামে (৫৫) এক হকার মারা গেছে।  

নিহত মতি মিয়া পেশায় ফেরি করে রেকসিনসহ বিভিন্ন মালামাল বিক্রয় করতেন।

ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার বাসিন্দা তিনি। রাজধানীর মানিকনগর এলাকায় একটি ম্যাচে থাকতেন। দুই মেয়ের জনক ছিলেন তিনি। এছাড়া  নিহত পেশায় হকার ছিলেন।  

বুধবার (৭ ফেব্রুয়ারি) হাতিরঝিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ সকালে মগবাজার দিলু রোড পানির পাম্পের পাম্প সংলগ্ন রেললাইনের পাশে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি লোহার তৈরির মই নিচে পরে মতি মিয়া নামে এক হকার মারা যায়।

তিনি আরো জানান, ঘটনার সময় মতি মিয়া নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ওপর থেকে মই তার শরীরে এসে পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহ্‌রাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

মতি মিয়ার মৃত্যুর সংবাদ পেয়ে ছোট ভাই মোরশেদ মিয়া সহ আত্মীয়-স্বজনরা সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে গিয়ে উপস্থিত হন।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
এজেডএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।