ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় প্রতিপক্ষের হামলায় বাড়িঘরে ভাঙচুর-লুটপাট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
মাগুরায় প্রতিপক্ষের হামলায় বাড়িঘরে ভাঙচুর-লুটপাট

মাগুরা: মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

সোমবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার খামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত আমজাদ ফকির জানান, ইফতারের আগে খামারপাড়া গোরস্তান মোড়ের নিউ খুলনা ফুড পাউরুটি কারখানার মালিক যুবলীগের নেতা পারভেজ ওরফে জিয়াকে একই এলাকার সুজন ফোন কর নিয়ে আসে। পরে তাকে চোরাই খড়ি কেনার অজুহাত দেখিয়ে এলাকার রানা, আজিজুল, সুজন, হাসানসহ কয়েকজন তাকে বেধরক মারধর করে।  

এ সময় তার পাশে থাকা হুমায়ুন তাদের বাঁধা দিলে তাকেও মারধর করে। এতেও তুষ্ট না হয়ে ইফতারের পর একই এলাকার রানা, খোকন, আজীজ, রুবেলসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তার বাবা আমজাদ ফকির, বড় ভাই শাহজাহান ফকিরের ঘরে ব্যাপক ভাঙচুর চালায়।  

হামলাকারীরা বাড়ি থেকে তিন মণ মশুরি, এক মণ রসুন ও একটি সোনার চেনসহ নানা আসবাবপত্র নিয়ে যায়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ তাসনীম আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।