ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে আগুনে দগ্ধ হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
গাজীপুরে আগুনে দগ্ধ হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫

ঢাকা: গাজীপুরের কালিয়াকৈরে আগুনে দগ্ধ হয়ে নাদেম (২২) নামের আরও একজন মারা গেছে। এ নিয়ে ঘটনাটিতে ১৫ জনের মৃত্যু হলো।

 শনিবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।  

তিনি জানান, নাদেমের শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। ঘটনাটিতে এখন পর্যন্ত ১৫ জন মারা গেলো।

মৃত নাদেমের শ্যালক আনোয়ার হোসেন জানান, তাদের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মাখনেরচড় গ্রামে। তার বাবার নাম আব্দুর রহিম। বর্তমানে কালিয়াকৈর তেলিরচালা এলাকায় থাকতেন এবং একটি পোশাক কারখানায় চাকরি করতেন। স্ত্রী শারমিন ও এক ছেলে গ্রামের বাড়িতে থাকতেন।

এর আগে ১৩ মার্চ বিকেলে গাজীপুর কালিয়াকৈর টপস্টার এলাকায় আগুনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৩২ জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসে।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।