ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, মে ১০, ২০২৪
বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২

বাগেরহাট: বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাব্বির (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন দুই শ্রমিক।

 

শুক্রবার (১০ মে) বিকেলে বাগেরহাট সদর উপজেলার হাড়িখালি এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত সাব্বির জেলার মোরেলগঞ্জ উপজেলার হরতকি তলার মো. সেলিমের ছেলে।  

আহতরা হলেন- একই গ্রামের ইলিয়াস হাওলাদারের ছেলে রবিন হাওলাদার (২২) ও মো. আল-আমিনের ছেলে মো. আরমান (২৫)। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহতদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।  

শ্রমিক জানায়, বিকেলে সাব্বির, রবিনসহ পাঁচ-ছয়জন শ্রমিক পিলারের বেজে রডের তৈরি খাঁচা নামাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত খাঁচাসহ তারা পড়ে যান। এতে ওয়েল্ডিং করা বিদ্যুতের তারে পিলার জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনই আহত হন। আহতদের উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে সাব্বিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অন্য দুজনকে খুমেক হাসপাতালে নেওয়া হয়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ১০ মে, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।