ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মে ২৯, ২০২৪
বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবন্ধী  এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন তিনজন।

বুধবার (২৯ মে) সকাল সাড়ে ৭টায় উপজেলার সরই ইউনিয়নের হাসনা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রতিবন্ধী যুবক খোরশেদ আলম (২০) ওই এলাকার নুরুল আলম মেম্বারের ছেলে। আহতরা হলেন- নিহত যুবকের ভাই জাহাঙ্গীর আলম (৩৩), আব্দুর রহিম (৪৫) এবং আজগর আলীর ছেলে মিজানুর রহমান (৩২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশের জমিতে গরু চড়াতে গিয়ে ঝড় বাতাসে জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে স্পর্শ করেন খোরশেদ আলম বিদ্যুতায়িত হন। এসময় চিৎকার শুনে তাকে উদ্ধার করতে গিয়ে আহত হন অন্যরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসক খোরশেদ আলমকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের লামা সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. এনামুল হক জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মে ২৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।