ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় হেলপার নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, মে ২৯, ২০২৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় হেলপার নিহত

নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে অজ্ঞাত গাড়িতে ধাক্কা লেগে জুয়েল সরকার (৩৬) নামে এক ড্রামট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির সঙ্গে থাকা ড্রামট্রাকের চালক রুবেল হাওলাদারকে (৩২) আটক করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

বুধবার (২৯ মে) সকাল ৮টায় মহাসড়কের আল-আমীন গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে জুয়েলের পরিবারের পরিচয় ও ঠিকানা পাওয়া যায়নি।  

শিমরাইল হাইওয়ে পুলিশের পরিদর্শক (টিআই) একেএম শরফুদ্দীন বাংলানিউজকে বলেন, একটি ড্রামট্রাক অজ্ঞাত আরেকটি গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ড্রামট্রাকে থাকা হেলপারের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির ঠিকানা আর পরিবারের পরিচয় পাওয়া সম্ভব হয়নি। ভিকটিমের গাড়ির চালককে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মে ২৯, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।