ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অতিথিদের কথা

বঞ্চিত মানুষদের স্বাবলম্বী করে তুলছে বসুন্ধরা গ্রুপ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জুলাই ৬, ২০২৪
বঞ্চিত মানুষদের স্বাবলম্বী করে তুলছে বসুন্ধরা গ্রুপ

মো. আবুল কালাম আজাদ, সংসদ সদস্য, কুমিল্লা-৪

দেশের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়েছে বসুন্ধরা গ্রুপের মানবকল্যাণমূলক কার্যক্রম, যা বাস্তবায়িত হচ্ছে ‘বসুন্ধরা শুভসংঘ’ নামক দেশের বৃহৎ সামাজিক সংগঠনের মাধ্যমে। খবরে প্রায়ই দেখতে পাই, বসুন্ধরা গ্রুপ বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াচ্ছে।

তাদের স্বাবলম্বী করে তুলছে। তৈরি করছে উদ্যোক্তা।

এসব কাজের মাধ্যমে বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আমার নির্বাচনী এলাকা দেবীদ্বারের ২০ জনসহ কুমিল্লা জেলার ১০টি উপজেলার অসচ্ছল নারীদের বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ দিয়ে তাঁদের একটি করে সেলাই মেশিন দিয়েছে বসুন্ধরা গ্রুপ। সেলাই মেশিন দেওয়ার আগে প্রশিক্ষণ দেওয়ায় গ্রামীণ অসচ্ছল নারীরা এখন স্বাবলম্বী হয়ে নিজেদের পরিবারকে সচ্ছল করতে পারবেন। এমন মহতী কাজের জন্য বসুন্ধরা গ্রুপকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

বসুন্ধরা গ্রুপের স্লোগান হচ্ছে ‘দেশ ও মানুষের কল্যাণে’ কাজ করা। দেশে এমন অনেক প্রতিষ্ঠানই আছে, যারা মানুষের কল্যাণে কাজ করার কথা বললেও সেটি স্লোগানের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু বসুন্ধরা গ্রুপ শুধু স্লোগানেই নয়, বাস্তবিক অর্থেই তারা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বসুন্ধরা গ্রুপ তাদের এই মানবিক কাজগুলোর মধ্য দিয়ে আরো এগিয়ে যাবে।

এতে এগিয়ে যাবে বাংলাদেশ। আমি বসুন্ধরা গ্রুপের সাফল্য কামনা করি। কুমিল্লার দেবীদ্বারবাসীর পক্ষ থেকেও বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা শুভসংঘের জন্য শুভ কামনা রইল।

(২৯ জুন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অডিটরিয়ামে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ২০০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন উপহার প্রদান অনুষ্ঠানে দেওয়া বক্তব্য)

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।