ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দ্বিতীয় দিনের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আন্দোলনকারীদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
দ্বিতীয় দিনের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আন্দোলনকারীদের

কুমিল্লা: টানা দ্বিতীয় দিনের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা।

সোমবার (৮ জুলাই) বিকেল পৌনে ৪টায় মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ, জেলার বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে এ সড়ক অবরোধে অংশ নেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকেন এবং একজন শিক্ষার্থীকে গলায় দড়ি ঝুলিয়ে প্রতীকী ফাঁস দিতে দেখা যায়। কোনো কোনো শিক্ষার্থীকে মহাসড়কে ক্রিকেট ও ফুটবলও খেলতে দেখা যায়। সড়ক  অবরোধের পরপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে মহাসড়ক হয়ে শহরের বিকল্প পথগুলোতে যান চলাচল শুরু করে।

আন্দোলনকারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহমেদ সিফাত জানান, আমরা এখন এক দফা দাবি নিয়ে আন্দোলন করছি। দাবি না মানলে আমরা মহাসড়ক ছাড়ব না।

ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন বলেন, কোটা বিরোধী আন্দোলনের মধ্যেই আমরা প্রশ্ন ফাঁসের খবর পেলাম। পিএসসির মতো একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটেছে। আমরা যাব কোথায়?

প্রসঙ্গত, গত ৪ জুলাইও কোটা প্রথা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করেন কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।