ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উত্তরায় শিক্ষার্থীদের অবস্থান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
উত্তরায় শিক্ষার্থীদের অবস্থান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ

ঢাকা: রাজধানীর উত্তরা এলাকায় অলি-গলি থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিএনএস সেন্টারের সামনে অবস্থান নিয়েছেন। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন।

 

রোববার (০৪ আগস্ট) সকালে ‘এক দফা এক দাবি’- স্লোগান দিয়ে সড়কে মিছিল নিয়ে বের হন উত্তরার বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পরে তারা হাউস বিল্ডিং, আজমপুর থেকে বিএনএস সেন্টার পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

উত্তরা-৭ নম্বর সেক্টরে উত্তরা হাইস্কুলের সামনে প্রথমে শিক্ষার্থীরা অবস্থান নেন। পরে সেখান থেকে স্লোগান দিয়ে তারা বিএনএস সেন্টারে সামনে অবস্থান নিতে থাকেন।  

এদিকে হাউস বিল্ডিং থেকেও শিক্ষার্থীদের মিছিল বিএনএস সেন্টারের সামনে গিয়ে অবস্থান নিয়েছে।  

এদিকে উত্তরা-৮ নম্বর সেক্টরের আলাউল অ্যাভিনিউ থেকেও মিছিল বের হয়ে বিএনএস সেন্টারের দিকে যেতে দেখা যায়। অনেকের হাতেই লাঠিসোঁটা বহন করতে দেখা যায়।  

সোনারগাঁও জনপথ থেকেও শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন এবং বিএনএস সেন্টারের সামনে অবস্থান নেন।  

শিক্ষার্থীরা সড়কের দুই পাশ বন্ধ করে দিয়েছেন। সড়কে টায়ার জ্বালিয়েছেন। গণপরিবহন চলছে না।

উত্তরার সড়কে কোনো পুলিশ সদস্যকে থাকতে দেখা যায়নি। আওয়ামী লীগ নেতাকর্মীদেরও দেখা যায়নি।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
এসজেএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।