ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় হানিফের বাড়িতে হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
কুষ্টিয়ায় হানিফের বাড়িতে হামলা

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর আসনের এমপি ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

রোববার (০৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে একদল লোক শহরের কাস্টম মোড়ে হানিফের বাসায় হামলা চালান বলে জানা গেছে।

তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সেখানে গেলে বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এসময় পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এসময় হানিফের বাড়ির সামনের কাচ এবং টং ঘর ভেঙে ফেলা হয় বলে জানা যায়।
কুষ্টিয়ার পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, খবর পেয়ে এমপির বাড়ির সামনে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।