ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৪
রাঙামাটিতে ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় শিক্ষার্থীরা

রাঙামাটি: রাঙামাটি শহরে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।  

বৃহস্পতিবার (০৮ আগস্টা) সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানজট এড়াতে কাজ করছেন তারা।

এসব শিক্ষার্থীরা মোটরসাইকেলচালকদের হেলমেট পরতে এবং গাড়ির চালকদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানাচ্ছেন। পাশাপাশি সড়ক পারাপারে জনতাকে সহযোগিতা করছেন তারা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সড়কে গাড়ি চলাচল বেড়েছে।

পরিস্থিতি স্বাভাবিক হলেও সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় শিক্ষার্থীরাই ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। তবে তাদের পাশাপাশি সড়কে বিশৃঙ্খলা এড়াতে আনসার সদস্য এবং যুব রেড ক্রিসেন্ট সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

গত দুদিন ধরে রাঙামাটিতে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ায় স্কুল-কলেজে শিক্ষার্থীরা যেতে শুরু করেছেন। হাট বাজার, ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে চলছে বিকিকিনি। সরকারি অফিসগুলোতে বেড়েছে কর্ম ব্যস্ততা।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।