ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

ফরিদপুর সিভিল সার্জনের প্রধান সহকারীর পদত্যাগ দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, আগস্ট ২২, ২০২৪
ফরিদপুর সিভিল সার্জনের প্রধান সহকারীর পদত্যাগ দাবি

ফরিদপুর: দুর্নীতি, অনিয়মসহ নানা অভিযোগ থাকায় ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী সরদার জালাল উদ্দিনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে কার্যালয়টির সামনে জালাল উদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন তারা।

পরে সিভিল সার্জন ডা. মো. ছিদ্দিকুর রহমানের কাছে স্মারকলিপি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুরের শিক্ষার্থীরা।

এ সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নীরব ইমতিয়াজ শান্ত, সোহেল রানা তাদের বক্তব্য উপস্থাপন করেন।  

বক্তারা বলেন, দেশের সব স্তরে বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করাই ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য। স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ সেক্টরে দুর্নীতি পরায়ণ কর্মকর্তা-কর্মচারীরা বহাল থেকে গেলে আন্দোলনের লক্ষ্য অর্জনে বাধাগ্রস্ত হবে বলে উল্লেখ করেন শিক্ষার্থীরা।

স্মারকলিপি গ্রহণ করে সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।