ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গার দর্শনায় যৌথবাহিনীর অভিযানে আটক ৬ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
চুয়াডাঙ্গার দর্শনায় যৌথবাহিনীর অভিযানে আটক ৬ 

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে সন্দেহভাজন ছয় যুবককে আটক করা হয়েছে।  

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে দর্শনা পুরাতন বাজার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

পরে আটকদের দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

যৌথ বাহিনির দায়িত্বশীল সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, সীমান্ত দর্শনা পুরাতন বাজারের টিপু তরফদারের বাড়িতে অবৈধ অস্ত্র নিয়ে একদল যুবক গোপন মিটিং করছে। এমন খবরে বাড়িটি ঘিরে তল্লাশি শুরু করলে যৌথবাহিনী দেখে ১৫-২০ জন প্রাচীর টপকে পালিয়ে যায়। বাকি ছয়জনকে আটক করা হয়, তবে কোন অস্ত্র পাওয়া যায়নি।  

আটকরা হলেন- জীবননগর কাশিপুরের বাহার আলীর ছেলে মমিনুল (২৪), দর্শনায় ইসলাম বাজারের চঞ্চলের ছেলে ফয়সাল (২২), একই এলাকার আলীর ছেলে সাকিব হাসান (২০), দর্শনা কেরু হাসপাতাল পাড়ার আসিফ (২১), দর্শনা কেরু পাড়ার তসলিমের ছেলে সাব্বির হাসান (১৮) ও দর্শনা ইসলাম বাজার এলাকার ইসমাইল হোসেনের ছেলে তাজউদ্দিন (২৩)।  

দর্শনা থানার উপ-পরিদর্শক (এসআই) নুর ইসলাম জানান, আটক ছয়জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। পরে আদালতে পাঠানো হয়।

চুয়াডাঙ্গা জেলায় দায়িত্বপ্রাপ্ত যৌথবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জয়নাল আবেদিন, অবৈধ অস্ত্র থাকতে পারে এমন গোপন খবর পেয়ে বাড়িটি তল্লাশি করা হয়। ছয়জনকে আটক করলেও বাকিরা পালিয়ে যান। তবে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।