ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

নকল আঠা বিক্রি, মেহেরপুরে ২ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৩, সেপ্টেম্বর ১১, ২০২৪
নকল আঠা বিক্রি, মেহেরপুরে ২ ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুর: মেহেরপুর শহরে অভিযান চালিয়ে নকল আঠা বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুরের কোর্ট রোডের পন্ডের ঘাট এলাকার  ইসমাইল ট্রেডার্স ও হোটেল বাজার এলাকার মতিন হার্ডওয়ারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্বে ছিলেন অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।

অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, জেলা স্যানিটারি ইনসপেক্টর তারিকুল ইসলাম ও পুলিশ লাইনের এক দল পুলিশ উপস্থিত ছিল।

সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, দোকানে ‘ফেবিকল’ কোম্পানির নামে নকল আঠা বিক্রির অপরাধে মো. সোহেল রানাকে (দোকান মালিক) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারায় দোষী সাব্যস্ত করে ৩০ হাজার টাকা ও একই আইনে মতিন হার্ডওয়ারের স্বত্বাধিকারী আব্দুল মতিনের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।