ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে বাসচাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
হবিগঞ্জে বাসচাপায় পথচারী নিহত ছবি: প্রতীকী

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার চৌধুরী ফিলিং স্টেশনের সামনে বাসচাপায় আজগর আলী (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।  

শনিবার (২১ ডিসেম্বর) রাতে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আজগর মেহেরপুর সদর উপজেলার কাঠালপুতা গ্রামের মৃত আজিজ বক্সের ছেলে।  

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি বাস রাত ৮টা ৫ মিনিটে চৌধুরী ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন বাসের চাকায় পিষ্ট হয়ে পথচারী আজগরের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় একজন নিহত হওয়ার পর বাস ফেলে চালক পালিয়ে যান। পরে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার ও বাসটি জব্দ করে।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।