ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আরামবাগে ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
আরামবাগে ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর আরামবাগে চার হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগ।  

শনিবার (২১ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে মতিঝিল থানার আরামবাগ লন্ডন এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- তরিকুল ইসলাম ওরফে রুবেল ওরফে ফরিদ (৪০), মো. সাদ্দাম হোসেন (৩৩), রাহিদুল ইসলাম হৃদয় (৩১) ও সঞ্জয় চন্দ্র দাশ ওরফে সমীর দাশ (৩৮)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে আরামবাগ লন্ডন এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে অভিযান চালানো হয়। অভিযানকালে চার মাদককারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার পিস ইয়াবা উদ্ধার করে। যার মূল্য প্রায় ১২ লাখ টাকা। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে।

তালেবুর রহমান জানান, আসামিরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা ঢাকায় এনে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।