ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ৩ যানবাহনের সংঘর্ষে নিহত ১  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
নাটোরে ৩ যানবাহনের সংঘর্ষে নিহত ১
  প্রতীকী ছবি

নাটোর: নাটোরে তিন চাকার তিনটি যানবাহনের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (৪৬) এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ছয়জন।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নাটোর-তাহেরপুর সড়কের ছাতনী মাদরাসা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাটোর সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।  

আহতদের মধ্যে তিনজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন- নলডাঙ্গা উপজেলার হরিদা খলসি গ্রামের মো. আতাউর রহমান (৪০), মনির হোসেন (২৫) ও মো. মুন্না (২২)।  

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে কয়েকজন শ্রমিক কাজের উদ্দেশ্যে ভ্যানে করে নাটোর শহরে আসছিলেন। ভ্যানটির পেছনে ছিল একটি থ্রি হুইলার। পথে ছাতনী মাদরাসা ঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি থ্রি হুইলারের (তিন চাকার যানবাহন) সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হলে পেছনে থাকা থ্রি হুইলারটির ধাক্কা লাগে। তিন যানবাহনের সংঘর্ষে অন্তত সাতজন আহত হন। এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।  

ওসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।