ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে দুই পক্ষের দ্বন্দ্ব থামাতে গিয়ে ব্যবসায়ী খুন, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
শেরপুরে দুই পক্ষের দ্বন্দ্ব থামাতে গিয়ে ব্যবসায়ী খুন, আটক ২

শেরপুর: শেরপুরে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব থামাতে গিয়ে দেলোয়ার হোসেন (৪০) নামে এক মাছ ব্যবসায়ী খুন হওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে নালিতাবাড়ী পৌর শহরের দক্ষিণ কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মো. তোরাব আলীর ছেলে।  

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পৌর শহরের দক্ষিণ কালিনগর দুধুয়ারখাল এলাকার আব্দুস সামাদের ছেলে সুদখোর ফরিদের কাছ থেকে সুদে কিছু ঋণ নেন একই এলাকার রিকশাচালক তারা মিয়া।  

জানা যায়, তারা মিয়া সঠিক সময়ে সুদের টাকা দিতে না পারায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দেলোয়ারের দোকানের সামনে সুদখোর শেখ ফরিদ, আলম ও রবিউল ঋণ গ্রহীতা তারা মিয়াকে আটকিয়ে সুদের টাকা দাবি করেন। এসময় দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব বেধে যায়। দেলোয়ার দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব থামাতে গেলে সুদখোরদের অস্ত্রের আঘাতে দেলোয়ারসহ চারজন গুরুতর আহত হন।  

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দেলোয়ারসহ তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পর চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন। অন্যান্যরা চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে নিহত দেলোয়ারের ভাই বাদী হয়ে ২০ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।  

ঘটনার সত্যতা  নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, সুদের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হাতে একজন মারা গেছেন। এ ঘটনায় থানা একটি মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।