ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় কবরস্থান থেকে হাত-পা বাঁধা যুবক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
চুয়াডাঙ্গায় কবরস্থান থেকে হাত-পা বাঁধা যুবক উদ্ধার উদ্ধার হওয়া যুবক শরিফুল ইসলাম শান্ত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থানের ভেতর থেকে হাত-পা বাঁধা, অচেতন এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে ৯৯৯-এ কল পেয়ে কবরস্থান থেকে ওই যুবককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এসময় তার পাশ থেকে সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত শীতের পোশাক ও জ্যাকেটের ফেইস শিল্ড (গলায় মাফলার হিসেবে ব্যবহার করা হয়) পাওয়া গেছে। তবে ওই যুবক সেনা সদস্য কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।  

ওই যুবকের নাম শরিফুল ইসলাম শান্ত। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সরাজপুর-মানিকপুর ইউনিয়নের ভিলিয়ার পাড়া গ্রামের ফজল করিমের ছেলে বলে জানা গেছে।  

পুলিশ জানায়, শনিবার দুপুর পৌনে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে জানা যায়- জান্নাতুল মাওলা কবরস্থানের বাগানের মধ্যে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় এক ব্যক্তি পড়ে আছেন৷ পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর একটু সুস্থতাবোধ করলে নিজের নাম শরিফুল ইসলাম শান্ত বলে জানান ওই যুবক। নিজেকে একজন ডিফেন্সের সৈনিক বলে দাবি করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত শীতের পোশাক ও হাতে থাকা ঘড়ি দেখে তাকে সেনা সদস্য বলে ধারণা করা হয়।  

এছাড়া তার প্রাথমিক আলামত ও চুলের কাটিং দেখে ধারণা করা হচ্ছে সেনাসদস্য হতে পারেন। যাচাই করার জন্য বিজিবি ও সেনাসদস্যদের জানানো হয়।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের অ্যাডজুটেন্ট মেজর জাহাঙ্গীর আলম জানান, তিনি সেনা সদস্য নয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। বিস্তারিত জানতে এখনো তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো নারীঘটিত কারণে তিনি চুয়াডাঙ্গায় এসেছিলেন এবং এমন ঘটনা ঘটতে পারে।  

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।