ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর রমনা এলাকা থেকে ৪০ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগ।

গ্রেপ্তার ব্যক্তির নাম-মো. তারেকুল ইসলাম ওরফে প্রকাশ তারেক হোসেন (২৭)।

রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় মৌচাক এলাকার ফরচুন শপিং মলের সামনে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি-রমনা সূত্রে জানা যায়, শনিবার রাতে ডিবি-রমনা বিভাগের রমনা জোনাল টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রমনার মৌচাক এলাকার ফরচুন শপিং মলের সামনে কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য হস্তান্তর করবে। এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৭টায় ডিবির টিম ওই স্থানে অভিযান পরিচালনা করে তারেককে ৪০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

এ ঘটনার গ্রেপ্তারকৃত তারেকের বিরুদ্ধে ডিএমপির রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।