ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

প্রথমবার বিপিএলের ট্রফি গেল আমের শহরে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
প্রথমবার বিপিএলের ট্রফি গেল আমের শহরে

রাজশাহী: প্রথমবারের মতো আমের শহর রাজশাহীতে গিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি। কখনও চ্যাম্পিয়ন হয়ে রাজশাহীর দল ট্রফি আনতে না পারলেও প্রথমবারের মতো প্রদর্শনের জন্য ট্রফি নেওয়া হয়েছে রাজশাহীতে।

আজ রোববার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড়ে 'বিপিএল চ্যাম্পিয়নস' ট্রফি প্রদর্শনীর জন্য রাখা হয়।

ট্রফি উন্মোচন করেন- বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু।

রাজশাহীতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই ট্রফি দেখতে এর পরপরই ভিড় করেন ক্রীড়ামোদী ও ক্রিকেটপ্রেমীরা। বিপিএল চ্যাম্পিয়ন্স ট্রফিকে খুব কাছ থেকে দেখতে পেয়ে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন।

স্মৃতির স্মারক হিসেবে অনেকেই আবার ট্রফির সঙ্গে সেলফি তোলেন। রাজশাহীর তরুণরা এক টুকরো শুভক্ষণের সাক্ষী হয়ে থাকেন।

বিপিএলের চ্যাম্পিয়নস ট্রফি যেন এবার রাজশাহীর ঘরেই আসে এ সময় এমনটাই প্রত্যাশা করেন ক্রিকেটপ্রেমীরা।

ট্রফি প্রদর্শনী আয়োজক কমিটির আহ্বায়ক বশির আহম্মেদ বলেন, বিপিএল চ্যাম্পিয়নস এর ট্রফিটি মহানগরীর আলুপট্টি মোড় থেকে রাজশাহী কলেজ, নগর ভবন, রেলগেটসহ পাঁচটি স্থানে প্রদর্শিত হবে। সাধারণ মানুষ খুব কাছ থেকেই দেখতে পারবেন বিপিএলের চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর ট্রফিটি রংপুর বিভাগীয় শহরে যাবে বলেও জানান।

এদিকে বিপিএল ট্রফি উন্মোচনের পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ক্রিকেট খেলোয়াড় স্যার গারফিল্ড সোবার্স আজ থেকে ১৫-১৬ বছর আগে রাজশাহীর মাঠ ঘুরে দেখে রাজশাহীর মাঠকে বিশ্বমানের মাঠ হিসেবে ঘোষণা করেন। তিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একজন খেলোয়াড়। এক সময় বাংলাদেশ ওয়ানডে ও টেস্ট টিমের বেস্ট ইলেভেনের সাতজন ছিল রাজশাহীর। আজকে রাজশাহী আবারও জেগে উঠেছে। এ সময় রাজশাহী অঞ্চলে ভালো মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরিসহ রাজশাহীতে বিপিএল আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন মিনু।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৯,২০২৫
এসএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।