ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

কুয়াশা কমে আসায় আরিচা ও পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৩, ফেব্রুয়ারি ৩, ২০২৫
কুয়াশা কমে আসায় আরিচা ও পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা ও পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা কমে আসায় পাটুরিয়া ও আরিচা দুটি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮ টার দিকে দুটি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে এমন তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি'র ডিজিএম নাসির হোসেন।

তিনি আরও বলেন, রোববার (২ ফেব্রুয়রি) সন্ধার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে থাকে,একটি সময় পদ্মা ও যমুনা নদীতে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো নৌপথ। সব দিক বিবেচনা করে রাত সাড়ে ১২টা থেকে দুটি নৌপথে দূর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। নদীতে কুয়াশার প্রকোপ কমে আসলে সকাল সাড়ে ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় বেশ কিছু যানবাহন নৌপথ পারের অপেক্ষায় রয়েছে এবং এসব যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী নৌপথ পার করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।