ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগে কিছু (কারো বিপদ) হলে আমরা দৌড়ে যেতাম, এখন গিয়ে মানুষ ছবি ওঠায়। আগের দিন হলে মানুষ দৌড়ে গিয়ে ওই লোকটাকে ধরে ফেলতো।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি করার ফলে জীবিত অবস্থায় জানাজার সওয়াব পাইছি, অনেকে আমার দাফনও করে ফেলেছে। আমার জানাজাও হয়ে গেছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ইস্যুতে মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পদত্যাগ তো পদত্যাগ। অনেকে আমার দাফনও করে ফেলেছে। আমার জানাজাও হয়ে গেছে। আমিতো জীবিত অবস্থায় জানাজার সওয়াব পাইছি।
পরিস্থিতি স্বাভাবিক হলে আপনি রাত আড়াইটায় জরুরি সংবাদ সম্মেলন কেন করলেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগের পরিস্থিতি হলে আপনারা তো এই রাতে ঘটনাটা জানতেনই পরে। কিন্তু গতকাল আমরা আপনাদের ডাকার পর আধা ঘণ্টা পর আপনারা গিয়ে হাজির হয়েছেন। আমি জানি আপনারা দিনে এবং রাতে কাজ করে যাচ্ছেন। আমরাও যে দিনে রাতে কাজ করে যাচ্ছি এটা বোঝানোর জন্যই এমন হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে ব্রিফ করে না। দরকার হলে রাতেও ব্রিফ করে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশকে আমি যে অবস্থায় পেয়েছিলাম, সেই অবস্থা থেকে আরও ভালো হয়েছে। তাদের কর্মকাণ্ড আরও বাড়ানোর সুযোগ রয়েছে। এটা তারা চেষ্টা করছে। আশা করি আস্তে আস্তে একটা ভালোর দিকে যাবে।
অপারেশন ডেভিল হান্ট চলা অবস্থায় এমন পরিস্থিতি কেন জানতে চাইলে তিনি বলেন, ডেভিল হান্ট অপারেশন চালু করা হয়েছে যাতে এ ধরনের ঘটনা ঘটলে দ্রুত অ্যাকশন নেওয়া যায়। রাজশাহীতে যে ঘটনাটা ঘটেছে সেখানে সঙ্গে সঙ্গে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। যেসব ওসিরা মামলা নিতে গড়িমসি করেছে তাদের আমরা আইনের আওতায় এনেছি। সাসপেন্ড করেছি। অন্য সময় হলে এটা কিন্তু হতো না। আপনারা দেখেছেন আপনাদের রিপোর্টের ওপর ভিত্তি করে অনেক সিনিয়র অফিসারকে ক্লোজ করা হয়েছে। আপনাদের অনুরোধ করবো আপনারা সত্য ঘটনাটা প্রকাশ করেন। বিদেশি মিডিয়া যখন আমাদের নিয়ে অপপ্রচার চালিয়েছে তখন আপনারা সত্যটা তুলে ধরে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।
সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। সেটা ঠিকমতো কাজ করছে কিনা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যাকে যে কাজ দেওয়া হয়েছে, তারা সেইভাবেই তাদের কাজটি করে যাচ্ছেন।
এরপর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, সভায় প্রথম সিদ্ধান্ত হয়েছে- ঢাকা এবং যে সব জায়গায় আমরা দেখছি আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে, এসব জায়গায় টহল বাড়াবো। এ টহল আজকে সন্ধ্যা থেকে আপনারা দেখবেন। পুরো ঢাকা শহরেই দেখবেন।
তিনি বলেন, এজন্য যে জিনিসটা করা হচ্ছে, যৌথ টহল হবে। পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবির সমন্বয়ে যৌথ টহল হবে। জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে। তল্লাশির ব্যবস্থা করা হবে।
গোয়েন্দা নজরদারি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমাদের ইন্টিলিজেন্স উইং, ইন্টেলিজেন্স এজেন্সি- তারা তাদের মতো করে নজরদারি করবেন। সেই অনুযায়ী আমরা অ্যাকশনে যাবো।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
জিসিজি/আরআইএস