ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

কাপাসিয়ায় দেবরের হাতে ভাবি খুন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
কাপাসিয়ায় দেবরের হাতে ভাবি খুন  প্রতীকী ছবি।

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার কুশদী এলাকায় দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন হয়েছে। নিহত মোসা. বৃষ্টি আক্তার (২৪) কাপাসিয়া উপজেলার কুশদী এলাকার বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী মো. সেলিম মিয়া স্ত্রী।

 

রোববার (২ মার্চ) সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অভিযুক্ত ইলিয়াস মিয়া (২০) ওই এলাকার আব্দুর রশিদের ছেলে ও নিহতের দেবর।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, বেকার অবস্থায় থেকে মাদক সেবন করতেন ইলিয়াস মিয়া। মাঝেমধ্যেই প্রবাসী ভাই সেলিমের কাছে টাকা চাইতেন ইলিয়াস। দুপুরে নিজ বাড়িতে ভাবি বৃষ্টিকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায় ইলিয়াস।  এতে বৃষ্টি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বৃষ্টি মারা যায়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, দেবরের ছুরিকাঘাতে প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০৭১১৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫ 
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।