নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে নানা অনিয়মের অপরাধে চারটি লাচ্ছা সেমাই তৈরির কারখানা ও একটি মিষ্টির দোকানকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযানে এসব জরিমানা করা হয়।
অধিদপ্তর রংপুর বিভাগীয় উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম, নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম, নীলফামারী জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন, সৈয়দপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আলতাফ হোসেন উপস্থিত ছিলেন।
অভিযানে বাইপাস সড়কে অবস্থিত তাজ চানাচুর ও লাচ্ছা সেমাইয়ে প্যাকেটে উৎপাদন এবং মেয়াদের তারিখ না থাকায় মালিক আজহার সুলতানকে সাত হাজার, একই এলাকার মশাল লাচ্ছা সেমাইয়ের প্যাকেজিং না থাকায় মালিক সাজিদ সুলতানকে ২০ হাজার, জেলা শহরের নতুন বাবুপাড়ার সোহেল রানা লাচ্ছা কারখানায় অপরিচ্ছন্ন পরিবেশে লাচ্ছা তৈরি ও কাগজপত্র দেখাতে না পারায় মালিক শাহনেওয়াজকে ২০ হাজার, শহীদ ডা. জিকরুল হক সড়কে অবস্থিত আজিম উদ্দিন সুইটমিটের রান্নাঘর টয়লেটের সঙ্গে হওয়ায় ও ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করায় মালিক কামরানের ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অধিদপ্তর রংপুর বিভাগীয় উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
এসআরএস