ঢাকা, সোমবার, ২ চৈত্র ১৪৩১, ১৭ মার্চ ২০২৫, ১৬ রমজান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
রাজধানীতে হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য গ্রেপ্তার  মোনায়েম হায়দার

ঢাকা: রাজধানী থেকে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের মতাদর্শ প্রচারকারী ও অন্যতম সংগঠক মোনায়েম হায়দারকে (২৬) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গ্রেপ্তার মোনায়েম বিভিন্ন নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচার করে আসছিলেন এবং গোপনে হিজবুত তাহরীরকে সংগঠিত করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

সিটিটিসির বরাত দিয়ে ডিসি মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তারের সময় মোনায়েমের কাছ থেকে হিজবুত তাহরীরের উগ্র মতাদর্শ প্রচারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইলফোন, চারটি সিমকার্ড ও একটি ভুয়া ফেসবুক আইডি উদ্ধার করা হয়। তিনি গত ০৭ মার্চ রাজধানীর পল্টনে হিজবুত তাহরীরের মিছিলে অংশ নিয়ে করে এবং মিছিলের আগে ও পরবর্তী সময়ে অনলাইনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সংগঠনের পক্ষে যোগাযোগের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
এসসি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।