ঢাকা, রবিবার, ৯ চৈত্র ১৪৩১, ২৩ মার্চ ২০২৫, ২২ রমজান ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় মেছো বিড়াল হত্যায় অভিযুক্ত গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
দামুড়হুদায় মেছো বিড়াল হত্যায় অভিযুক্ত গ্রেপ্তার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় টেঁটাবিদ্ধ করে নির্মমভাবে বিপন্ন প্রজাতির একটি মেছো বিড়াল হত্যা করা হয়েছে।

এ ঘটনার পর শনিবার (২২ মার্চ) দুপুরে অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আলমগীর হোসেন দামুড়হুদার ধন্যঘরা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। গ্রেপ্তার আলমগীরের নামে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা দায়ের করেছে বন বিভাগ।

স্থানীয়রা জানান, আলমগীরের বাড়ির পাশে ধানক্ষেত রয়েছে। সেখানে বন্যপ্রাণির অবাধ যাতায়াত রয়েছে। সম্প্রতি ধানক্ষেতে একটি মেছো বিড়াল দেখতে পান তিনি। মেছো বিড়াল তার হাঁস খেয়ে ফেলতে পারে সেই আশঙ্কা থেকে টেঁটা নিয়ে নিয়মিত পাহারা দেন তিনি। শুক্রবার (২১ মার্চ) দুপুরে একটি মেছো বিড়াল ধানক্ষেতে এলে পেছনের দিকে টেঁটাবিদ্ধ করে টেনে হিঁচড়ে রাস্তার ওপর নিয়ে আসেন আলমগীর। মেছো বিড়ালটি প্রাণে বাঁচতে বার বার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শক্ত করে বিদ্ধ করে রাখা হয় টেঁটা। মৃত্যু নিশ্চিত করে টেঁটামুক্ত করা হয় মেছো বিড়ালটিকে।

মেছো বিড়াল টেঁটাবিদ্ধ করে হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জড়িত ব্যক্তির বিরুদ্ধে শাস্তির দাবি ওঠে। পরে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, দর্শনা থানার ওসি মুহম্মদ শহীদ তিতুমীরসহ বন বিভাগের কর্মকর্তা ও জেলার পরিবেশবাদী সংগঠনের নেতারা।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র জানান, বন্যপ্রাণি সংরক্ষণ আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের জন্য বন বিভাগকে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।