ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মহেশপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, মার্চ ২৫, ২০২৫
মহেশপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুরে শত্রুতার জেরে মতিয়ার রহমান (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা করা হয়েছে।  

মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

 

আহত মতিয়ার রহমানকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মতিয়ার রহমান ভোর রাতে সেহরি খাওয়া শেষে বাড়ির পাশের একটি দোকানে যান। সেসময় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ৩টি গুলি করে। একটি গুলি তার শরীরে লাগে।  

কে বা কারা তাকে গুলি করেছে তা তদন্ত করে বের করার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। শত্রুতার জেরে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনরা।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।