নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় কবুতর নিয়ে ঝগড়ার জেরে পাভেল (৩৭) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আহত যুবক গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, রোববার (৩০ মার্চ) বাবু ওরফে কবুতর বাবু নামের স্থানীয় এক যুবকের সঙ্গে পাভেলের ঝগড়া হয়। কবুতর নিয়ে এ ঝগড়ার সূত্রপাত হয়। এর জেরেই সোমবার সকালে পাভেলকে একা পেয়ে গুলি করে কবুতর বাবু।
আহত পাভেলের বড় ভাই মাসুম বলেন, সকালে পাভেলের গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরবর্তীতে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠায়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ জানান, আজ সকালে বুকে গুলিবিদ্ধ অবস্থায় নারায়ণগঞ্জ থেকে ওই যুবককে জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগের চার নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
এমআরপি/এএটি