ঢাকা: টিউশনি শেষে বাসায় ফিরছিলেন রাজধানীর মুগদা মানিকনগর এলাকার বাসিন্দা সুমি আক্তারের (২৫)। রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সুমির গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মুগদা মানিকনগর ওয়াসা রোড রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় আহত হন সুমি আক্তার। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত সুমি আক্তারের প্রতিবেশী মেজবাহ উদ্দিন বলেন , সুমি গৃহিণী ছিলেন। পাশাপাশি বিভিন্ন বাসায় টিউশনি করতেন। মানিকনগর ভুসা রোডে স্বামী মাহফুজ রহমানকে নিয়ে থাকতেন। তার বাবার নাম সাজু মিয়া।
তিনি আরও বলেন, একটি বাসায় টিউশনি শেষে বাসায় ফিরছিলেন সুমি। বাসার কিছুটা দূরে রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামীর একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্বজনরা উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে স্বজনরা ওই নারীকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৭৩৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৫
এজেডএস/এসএএইচ