ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

বৈষম্যের প্রতীক নয়, জনগণের সেবক হোক পুলিশের পরিচয়: আসিফ মাহমুদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৯, এপ্রিল ১১, ২০২৫
বৈষম্যের প্রতীক নয়, জনগণের সেবক হোক পুলিশের পরিচয়: আসিফ মাহমুদ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

ঢাকা: পুলিশের লোগো থেকে নৌকা প্রতীক বাদ যাওয়া প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রলায়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বৈষম্যের প্রতীক নয়, জনগণের সেবক হোক পুলিশের পরিচয়।  

শুক্রবার (১১ এপ্রিল) আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা লেখেন।

বাংলাদেশ পুলিশের নতুন লোগোতে পালতোলা নৌকার পরিবর্তে শাপলা আনা হচ্ছে।

গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (লজিস্টিকস) নাসিমা আক্তারের সই করা এক আদেশে নতুন লোগোর কথা জানানো হয়। এতে বলা হয়, নতুন লোগোটি ইতোমধ্যে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে এবং গেজেটের অপেক্ষায় আছে।

নতুন লোগোতে থাকছে দুই পাশে ধান ও গমের শীষ, ওপরে তিনটি পাট পাতা এবং মাঝে পানিতে ভাসমান শাপলা, আর নিচে বাংলায় ‘পুলিশ’ লেখা।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।