ঢাকা: দেশজুড়ে অভিযান চালিয়ে ১ হাজার ৬৩১ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯০৬ জন।
মঙ্গলবার (২২ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।
তিনি জানান, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৬১০ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯০৬ ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৭০৪ জন। এছাড়া এ অভিযানে জব্দ করা হয়— দেশীয় পাইপগান, একনলা বন্দুক, কার্তুজের খোসা ও অকেজো কার্তুজ।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এজেডএস/এসআরএস