ঢাকা: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতার বিশ্ববিদ্যালয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য দেবেন। বক্তব্যে তিনি তার ‘থ্রি জিরো’ তত্ত্বের ওপর আলোকপাত করবেন।
বৃহস্পতিবার সকালে কাতার বিশ্ববিদ্যালয়ের বি২৩৯ মিলনায়তনে ‘তিন শূন্যের একটি বিশ্ব নির্মাণ: শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ ও শূন্য বেকারত্ব’ শীর্ষক বক্তব্যের অধিবেশনটি অনুষ্ঠিত হবে।
পরে প্রধান উপদেষ্টা তার চার দিনের কাতার সফরের শেষ দিনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
বৈঠকটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল ১০টা ৫০ মিনিট থেকে বেলা ১১টা ২০ মিনিট (দোহা সময়) পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত থাকবেন।
সূত্র: বাসস
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
এসকে/আরবি