নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় উচ্চ আদালতের দেওয়া রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন নিহতদের স্বজনরা।
শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিগঞ্জের মৌচাক এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় নিহত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন, আমার স্বামীসহ যে সাতজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা আপনারা সবাই দেখেছেন, সারা পৃথিবীর মানুষ দেখেছে। সবাই এই হত্যার জন্য কান্না করেছে।
তিনি আরও বলেন, এখনও রায় কেন ঝুলে আছে। আমাদের দাবি আইন ও বিচার বিভাগের প্রতি, আইন উপদেষ্টার প্রতি, এই সাতটি পরিবারের দিকে তাকিয়ে এই রায় কার্যকর করুন। আমাদের সাতটি পরিবার ধ্বংস হয়ে গেছে। আমরা সরকারের সহযোগিতা চাই। সার্বিক সহযোগিতা করে আমাদের মামলাটা যেন দ্রুত নিষ্পত্তি হয়। আমরা যেন বিচার পাওয়ার সান্ত্বনা নিয়ে মরতে পারি।
মানববন্ধনে আরও বক্তব্য দেন- নিহত নাসিক প্যানেল মেয়র মোহাম্মদ নজরুল ইসলামের ভাই নূর মোহাম্মদ, আব্দুস সালাম, নিহত তাজুল ইসলামের বাবা আবুল খায়ের, তার ভাই রাজু আহমেদ, নিহত গাড়িচলক জাহাঙ্গীরের স্ত্রী নূপুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
এমআরপি/আরবি