গাজীপুর: নানান আয়োজনে গাজীপুরের বিভিন্ন এলাকায় পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস।
বৃহস্পতিবার (১ মে) সকাল থেকে দিনব্যাপী পোশাক কারখানাসহ বিভিন্ন কারখানার কর্মীরা দিবসটি পালন করেন।
জেলার চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ী, টঙ্গী, কলম্বিয়া, কালিয়াকৈর, শ্রীপুর ও কালীগঞ্জসহ বিভিন্ন এলাকার পোশাককর্মীসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা র্যালি ও সমাবেশ করেন। এছাড়া শ্রমিকরা ট্রাক ও পিকআপ ভ্যানযোগে বাজনা বাজিয়ে বিভিন্ন সড়ক-মহাসড়ক প্রদক্ষিণ করেন। সমাবেশে শ্রমিক নেতারা তাদের দাবি আদায়ের বিভিন্ন বক্তব্য দেন।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে গাজীপুরের কলম্বিয়া এলাকায় মহান মে দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশে প্রথম শ্রম কমিশন গঠিত হয়েছে। শ্রমিকদের জীবনযাপন উপযোগী মজুরি ও নিরাপদ কর্মস্থলসহ অধিকার আদায়ে অবিলম্বে শ্রম সংস্কার কমিশনের প্রস্তাব ও সুপারিশ বাস্তবায়ন করতে হবে।
তারা পরবর্তী সরকারের অপেক্ষায় না থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রজ্ঞাপন জারির অনুরোধ করেন। এছাড়া সব শ্রমিক ও শ্রমিক নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও আটকদের নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা বাচ্চু মিয়া। এতে সভাপতিত্ব করেন সংগঠনের গাজীপুর জেলা সভাপতি মোরশেদ আলম কাউসার। বক্তব্য রাখেন শিরিনা শারমিন, মনিরা সিদ্দিকা, গোলাম আযম, মফিজুল ইসলাম প্রমুখ।
আরএস/এইচএ/