ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

খুলনা বিভাগে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৪৫ হাজার ৩৭ টন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৭, মে ১৫, ২০২৫
খুলনা বিভাগে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৪৫ হাজার ৩৭ টন বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে ধান-চাল সংগ্রহ ও মনিটরিং সভায় সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।

খুলনা: খুলনা বিভাগে ধান ও সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা যথাক্রমে ৪৫ হাজার ৩৭ মেট্রিক টন ও এক লাখ ৭৩ হাজার ৩১৯ মেট্রিক টন। বিভাগীয় ধান-চাল সংগ্রহ ও মনিটরিং সভা থেকে এ তথ্য জানানো হয়।

 

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। সভায় মৌসুমের ধান, চাল ও গম সংগ্রহ সম্পর্কিত আলোচনা হয়।

সভায় জানানো হয়, ২০২৫ সালের বোরো সংগ্রহ মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে উৎপাদিত ধান, গম ও বৈধ-সচল চালকল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে। সারা দেশব্যাপী তিন লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও ১৪ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহ করা হবে। প্রতিকেজি ধানের সংগ্রহ মূল্য ৩৬ টাকা ও প্রতিকেজি সেদ্ধ চালের সংগ্রহ মূল্য ৪৯ টাকা। ধান ও চাল সংগ্রহের সময়সীমা ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত। খুলনা বিভাগে ধান ও সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা যথাক্রমে ৪৫ হাজার ৩৭ মেট্রিক টন ও এক লাখ ৭৩ হাজার ৩১৯ মেট্রিক টন। ‘আগে এলে আগে বিক্রয় করতে পারবেন’ ভিত্তিতে গম সংগ্রহ করা হবে ২৪ এপ্রিল থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত। প্রতিকেজি গমের সংগ্রহ মূল্য ৩৬ টাকা। ধান, চাল ও গম সংগ্রহ সহজীকরণে অ্যাপসহ ম্যানুয়াল পদ্ধতি চালু রয়েছে।

অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো. মনজুর আলম, খুলনা কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক শাহনাজ বেগম, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম, যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সমেরন বিশ্বাস, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার শারমিন আক্তার রুমাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।