ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

জাতীয়

কঠোর নিরাপত্তার মধ্যেও বিক্ষোভে উত্তাল সচিবালয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৮, মে ২৭, ২০২৫
কঠোর নিরাপত্তার মধ্যেও বিক্ষোভে উত্তাল সচিবালয় ছবি: শাকিল আহমেদ

ঢাকা: সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে কড়া নিরাপত্তার মধ্যেও প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে বিক্ষোভ মিছিল চলছে।

মঙ্গলবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে থেকে শুরু হয়।

এরপর সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য হওয়া নতুন ভবনের সামনে জড়ো হন।

তাদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে সচিবালয়। কর্মচারীদের আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে সচিবালয়।

বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভে অংশ নিতে কাজ ফেলে নিচে নেমে এসেছেন।

এদিকে সচিবালয়ে নিরাপত্তায় সচিবালয়ের ভেতরে বাড়তি পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। সচিবালায়ের বাইরেও পুলিশ-বিজিবি এবং সোয়াত টিম রয়েছে।

সচিবালয়ে বিশৃঙ্খলা এড়াতে মঙ্গলবার সকাল থেকে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুতির বিধান রেখে 'সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' জারি করে সরকার।

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, এক ইস্যুতে সব দল মত নির্বিশেষে আন্দোলনে নেমে আসার নজির নেই। মূলত কর্মকর্তা-কর্মচারীরা তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একজোট হয়েছেন।

এমআইএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।