ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

জুলাই গণহত্যার চিত্র প্রদর্শনী পালন করবে ‘প্যাট্রিয়টস অব বাংলাদেশ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৮, জুলাই ১০, ২০২৫
জুলাই গণহত্যার চিত্র প্রদর্শনী পালন করবে ‘প্যাট্রিয়টস অব বাংলাদেশ’ অনুষ্ঠানে অতিথিরা।

চব্বিশের জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন ‘প্যাট্রিয়টস অব বাংলাদেশ’ আগামী ৩ আগস্ট নিউইয়র্কের ডাইভার্সিটি প্লাজায় দিনব্যাপী আলোচনা সভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে।

বাংলাদেশ সময় বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টায় নিউইয়র্কের একটি হোটেলে ‘জুলাই বিপ্লব ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে প্রবাসী বাংলাদেশি নেতারা এ তথ্য জানান।

নেতারা বলেন, গত বছরের জুলাই মাসে বাংলাদেশে সংঘটিত স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা, শ্রমজীবী মানুষ ও প্রবাসীরা সক্রিয়ভাবে অংশ নেন। এই আন্দোলন ছিল একটি পূর্ণাঙ্গ বিপ্লব, যার চেতনা দেশের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে আন্দোলনটি ৫ আগস্ট পূর্ণতা লাভ করে। এর মাধ্যমে শুরু হয় একটি নতুন অধ্যায়—নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রা। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য ‘জুলাই বিপ্লবের’ চেতনাকে ধরে রাখতে হবে।

‘প্যাট্রিয়টস অব বাংলাদেশ’র নেতারা বলেন, জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগের প্রতি যথাযোগ্য শ্রদ্ধা জানানো এবং তাদের স্মৃতিকে সম্মানিত করার দায়িত্ব দেশ-বিদেশের সব বাংলাদেশির। একইসঙ্গে তারা দাবি জানান, বিপ্লবে আহতদের সুচিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা অন্তর্বর্তী ও ভবিষ্যৎ সরকারকে নিশ্চিত করতে হবে।

সংগঠনের চেয়ারম্যান আবদুল কাদেরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন- জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন কমিটির কনভেনার আবদুস সবুর, জাকির হাওলাদার, এ এস এম রহমতউল্লাহ, দেলোয়ার হোসেন সীপন, হাছান সিদ্দিকী প্রমুখ।

সংহতি জানাতে উপস্থিত ছিলেন- কমিউনিটি নেত্রী শাহানা, ইকনার সোশ্যাল জাস্টিস ডিরেক্টর ড. মাহতাব উদ্দিন, কমিউনিটি লিডার মোশাররফ সবুজ, আবদুল গনি (জামাইকা), মুক্তিযোদ্ধা ফরহাদ আহম্মেদ, সালেহ মানিক, মোহাম্মদ জসিম, কলামিস্ট তাহের ফারুকী, লুৎফর রহমান লাতু, খলকুর রহমান, আতিকুল আহাদ, মঞ্জুর মোরশেদ, ড. ফরহাদ হোসেন, প্রফেসর সাইদ আজাদ, হাজি আনোয়ার হোসেন প্রমুখ।

টিএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।