ঢাকা: মাঠে নেই শিশুদের দৌড়াদৌড়ি, ক্লাসে নেই কোনো শিক্ষার্থীদের হইচই।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে হয়নি কোনো ক্লাস, বাজেনি কোনো ক্লাস শুরুর ঘণ্টাও।
এদিন সরেজমিনে সকাল ৯টা থেকে মাইলস্টোন স্কুলে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। এ ভিড়ে আছেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও উৎসুক জনতা। মোবাইল হাতে নিয়ে অনেকে ছবি তুলছেন, ভিডিও করছেন দুর্ঘটনাস্থলে।
উত্তরা এলাকার লেগুনা চালক মো. সাদ্দাম দুর্ঘটনস্থলে এসেছেন। তিনি বলেন, এখানে দেখতে এসেছি। কোথায় কি হয়েছে। এসে দেখি অনেক মানুষের ভিড়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।
এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছে। এছাড়া বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৮ জন।
এমএমআই/আরআইএস