ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

চেষ্টা করেও মাইলস্টোন থেকে বের হতে পারলেন না দুই উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, জুলাই ২২, ২০২৫
চেষ্টা করেও মাইলস্টোন থেকে বের হতে পারলেন না দুই উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায় মাইলস্টোন কলেজ থেকে বের হয়েও আবার ফিরে যান দুই উপদেষ্টা আসিফ নজরুল ও সি আর আবরার। ছবি: জিএম মুজিবুর

মাইলস্টোন কলেজে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ থাকা দুই উপদেষ্টা ও প্রেস সচিব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বের হওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত বের হতে পারেননি। আবারও তারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ফিরে গেছেন।

 

বুধবার (২২ জুলাই) বিকেল পৌনে ৪টায় এ ঘটনা ঘটে।  

সকাল সাড়ে ১০টায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় ছয় দফা দাবিতে তাদের অবরুদ্ধ করেন মাইলস্টোনসহ উত্তরার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

আলোচনার এক পর্যায়ে মাইলস্টোনের শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে যান। বেলা ৩ টা ৪০মিনিটে পুলিশ প্রহরায় দুই উপদেষ্টা মাইলস্টোন কলেজ ক্যাম্পাস থেকে বের হন। কিন্তু ক্যাম্পাসের মূল গেটের বাইরে অবস্থান নিয়ে ছাত্ররা দাবি আদায়ে স্লোগান দিতে থাকলে আবারও উপদেষ্টারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ফিরে আসেন।

এদিকে দিনের শুরুতেই শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেয় অন্তর্বর্তী সরকার। বেলা দেড়টায় অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণে থাকা বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের ছয়টি দাবির প্রত্যেকটিই যৌক্তিক।

শিক্ষার্থীদের ৬টি দাবি হলো-
১) নিহতদের সঠিক সংখ্যা জানাতে হবে।
২) আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।
৩) সেনাবাহিনী কর্তৃক শিক্ষকদের গায়ে হাত তোলার জন্য ক্ষমা চাইতে হবে।
৪)  নিহতদের বিমান বাহিনীর পক্ষ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।
৫)  ঝুঁকিপূর্ণ  এবং পুরানো  যুদ্ধ ও ট্রেনিং বিমানগুলো বাতিল করে আধুনিক বিমান চালু করতে হবে এবং 
৬) বিমান বাহিনীর ট্রেনিং পদ্ধতি ও কেন্দ্র পরিবর্তন করে  মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালুর দাবিতে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রাখে।

জেডএ/এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।