জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য (এমপি) মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহসহ চারজনের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৮ জুলাই) দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামি মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মো. নুরুল ইসলাম, সাবেক নির্বাহী প্রকৌশলী, ঢাকা ডিভিশন-১, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, মিরপুর, ঢাকা, কাজী মো. আবু হানিফ, সাবেক নির্বাহী প্রকৌশলী, ঢাকা ডিভিশন-১, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, মিরপুর, ঢাকা এবং মো. হাফিজুর রহমান, সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী, ঢাকা ডিভিশন-১, উপ-বিভাগ-২, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, মিরপুর, ঢাকা এর বিরুদ্ধে অর্পিত ক্ষমতার অপব্যবহার পূর্বক অপরাধমূলক অসদাচরণ করে পরস্পর যোগসাজশে অবৈধভাবে লাভবান হয়ে এক নম্বর আসামি মিরপুরের পল্লবীর ঝিলপাড় এলাকার সাত একর সরকারি জমি অবৈধভাবে দীর্ঘ ১৬ বছর ধরে ভোগ দখলে রেখে সেখান থেকে ভাড়া আদায় পূর্বক ৩৭ কোটি ৪৪ লাখ টাকার অবৈধভাবে আত্মসাত এবং এক নম্বর আসামি ইলিয়াস উদ্দিন মোল্লাহকে শাস্তি থেকে বাঁচানো উদ্দেশ্যে সরকারি কর্মচারী হিসেবে দুই নম্বর থেকে চার নম্বর ক্রমিকের আসামিরা আইনের নির্দেশ অমান্য করার দায়ে তাদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৯/২১৭/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ আইনের ৫(২) ধারায় একটি একটি মামলা করেছে দুদক।
এসএমএকে/এএটি
।